Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকাস্থ সউদী দূতাবাস রোববার থেকে নতুন ভিসা ইস্যু করবে -সউদী দূতাবাস কর্তৃপক্ষ

৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাউদিয়ার ৬টি বিশেষ ফ্লাইট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৫:৫৩ পিএম

ঢাকাস্থ সউদী দূতাবাসে আগামী রোববার থেকে দূতাবাস স্বীকৃত এজেন্সিসমূহের মাধ্যমে নতুন ভিসা প্রদান, ভিসার মেয়াদ বৃদ্ধি, ভিসা ক্যান্সেলের আবেদন গ্রহণ করা হবে। আজ বৃহস্পতিবার সউদী দূতাবাসের অফিসিয়াল টুইটার একাউন্টে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, ভিসাধারীদের সউদী আরব বিমানবন্দরে অবতরণের ৪৮ ঘন্টা পূর্বে বাংলাদেশ সরকারের স্বীকৃত পিসিআর টেস্টে কোভিড ১৯ নেগেটিভ সনদধারী হতে হবে। সউদী বিমানবন্দরে যথাযথ গাইডলাইন ফলো করতে হবে। ইকামা, খুরুজ আওদা ভিসা এক্সটেনশন এর ক্ষেত্রে যথানিয়ম অনুসরণ করা হবে। পুরোদমে কাজ শুরু হতে হয়ত আরো কিছুদিন সময় লাগবে। এজেন্সি প্রতিনিধিরা সউদী দূতাবাসে যোগাযোগ করলে বিস্তারিত নিয়মকানুন জেনে নিতে পারবেন। ইতিপূর্বে ভিসা স্ট্যাম্পড হওয়া কর্মীরা নিজ নিজ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে অধৈর্য হওয়া যাবেনা। এদিকে, করোনাকালে ছুটিতে আসা আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে নিতে সাউদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্স আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা থেকে ছয়টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। এছাড়াও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর কাছ থেকে আগামী ১ অক্টোবর থেকে আরও বেশি নিয়মিত ফ্লাইটের অনুমতিও চেয়েছে। সাউদিয়া এয়ারলাইন্সের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বেশি সংখ্যক বাংলাদেশি প্রবাসীদের সউদী আরবে তাদের কর্মস্থলে পৌঁছে দিতে আগামী ছয় দিন ঢাকা থেকে আমরা ছয়টি ফ্লাইট পরিচালনা করব। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, 'এ ছয়টি বিশেষ ফ্লাইট ছাড়াও এয়ারলাইন্স তাদের সাপ্তাহিক দুটি নিয়মিত ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চালিয়ে যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ