Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জনজীবনের সমস্যা সমাধান করুন’

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম

বন্ধ পাটকল চালু, পাটের ন্যায্যমূল্য প্রদানসহ জাতীয় ও জনজীবনের জরুরি সমস্যা সমাধানে এবং করোনায় কর্মহীনদের কাজ, খাদ্য, চিকিৎসা ও রেশনিংয়ের দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে বুধবার সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সম্পাদক হাফিজুর রহমান, কৃষক সংগ্রাম সমিতির জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেস ও জাতীয় ছাত্রদলের অন্যতম নেতা মধুমঙ্গল বিশ্বাস।
সমাবেশে বক্তারা রাষ্টায়ত্ব পাটকলগুলি বন্ধের কঠোর সমালোচনা করে অবিলম্বে তা আধুনিকায়ন ও চালু করার জোর দাবি করেন। করোনা দূর্যোগে হোটেল-রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল এবং এখনও অনেক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক ও নিম্নআয়ের কর্মজীবী অনেক মানুষ কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। নেতৃবৃন্দ বলেন, আড়দদার-মজুতদার সরকারের সাথে সমন্বিত হয়ে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ