Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামুনকে ছাত্র পরিষদ থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম

 বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহŸায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্রী। এই মামলার পর এবার ছাত্র অধিকার পরিষদের দায়িত্ব থেকে হাসান আল মামুনকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর করা এই মামলায় মোট ছয় আসামির মধ্যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নামও রয়েছে।

হাসান আল মামুনকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিষদের যুগ্ম আহŸায়ক মুহাম্মদ রাশেদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে সুপারিশসহ ঘটনার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদকে জানাতে বলা হয়েছে। কমিটিতে রয়েছেন, পরিষদের ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন ও কেন্দ্রীয় যুগ্ম আহŸায়ক তারেক রহমান এবং রাফিয়া সুলতানা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ