মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে দুই লাখ মানুষের মৃত্যু যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নির্বাচনী প্রচারসভায় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। ওই দিন পিটসবার্গে নির্বাচনী প্রচারসভা শেষে ফেরার সময় এক সাংবাদিক এ বিষয়ে ট্রাম্পের মন্তব্য জানতে চান। ট্রাম্প বলেন, ‘এই দুই লাখ মৃত্যু যুক্তরাষ্ট্রের জন্য লজ্জার। আমি মনে করি আমরা যদি যথার্থ ও সঠিকভাবে এটি প্রতিরোধে কাজ না করতাম তাহলে আমাদের ২৫ লাখ লোকের মৃত্যু হতো।’ বিশ্বে করোনায় মৃত্যুর অধিকাংশই যুক্তরাষ্ট্রে। আক্রান্তের তালিকাতেও শীর্ষে রয়েছে দেশটি। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, করোনার বিস্তার রোধে দ্রæত কঠোর ও যথাযথ পদক্ষেপ নেয়নি তারা। সংক্রমণ নিয়ন্ত্রণের আগেই অর্থনীতি সচলের অজুহাত দেখিয়ে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।