মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সবচেয়ে কমবয়সি হিসেবে ওয়াটার স্কিয়িং-এর বিশ্বরেকর্ড করে ফেলেছে ছ’মাসের শিশু রিচ হামফ্রেস। এমন কীর্তি, সত্যিই বিস্ময়করই। সোশ্যাল মিডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের উতাহতে লেক পোওয়েলের পানিতে করা তার স্কিয়িং-এর ভিডিও ভাইরাল হয়েছে।
ছোট্ট রিচ হামফ্রেসের বাবা-মাই প্রথম ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ভিডিওটি। ক্যাসি ও মিন্ডি হামফ্রেস-এর ইনস্টাগ্রামে ভিডিওটি মুহ‚র্তে ভাইরাল হয়ে যায়। ওই বাচ্চাটির নাম দিয়েই একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেখানেই ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, লাইফ জ্যাকেট পরে একটি বোটে মেটাল বারের উপর পা রেখে পানিতে স্কি করছে শিশু হামফ্রেস। ক্যাপশনে লিখেছেন, ‘আমি ৬ মাসের জন্মদিনে ওয়াটার স্কি করতে গিয়েছিলাম। এটা তো একটা দারুণ ব্যাপার।’ সঙ্গে রয়েছে হ্যাশট্যাগে ওয়ার্ল্ডরেকর্ড। তবে বাচ্চাটির এমন কান্ডে বিতর্কও কম হচ্ছে না। অনেকেরই বক্তব্য, ৬ মাসের বাচ্চাকে এমন ঝুঁকিপূর্ণ কাজ করিয়ে ঠিক করেননি তার বাবা-মা। জানা গেছে, সঙ্গে বাচ্চাটির বাবা ছিল। ছবিতে শুধু বাচ্চাটিকে দেখানো হয়েছে। এর আগে অবার্ন অ্যাবশের বলে একটি বাচ্চা বিশ্বেরক্ষুদ্রতম ওয়াটার স্কি-এর শিরোপা পেয়েছিল। তার বয়স ছিল ৬ মাস ১০ দিন। সূত্র : নিউইয়র্ক পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।