Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক মন্ত্রী কামরুলের মামলা ডিশ ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

 কামরাঙ্গীর চর থানায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক কেবল টিভির ব্যবসাীয়কে (ডিশ) গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ‘সিরিয়াস ক্রাইম ইউনিট’ সোমবার রাতে আলী আহমেদ নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে বলে জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাজমুল হাসান জানান। তিনি বলেন, ঢাকা টোটাল কেবল নেটওয়ার্কের কাছ থেকে ফিড নিয়ে আলী আহমেদ দীর্ঘদিন ধরে কামরাঙ্গীর চরে ডিশ ব্যবসা করে আসছিলেন। তিনি চুক্তি অনুযায়ী টাকা না দেয়ায় ঢাকা টোটাল কেবলের এমডি ইউসুফ আলী স্থানীয় সংসদ সদস্য কামরুল ইসলামের কাছে অভিযোগ করেন। ওই অভিযোগ পেয়ে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ফোনে কথা বলেন আলী আহমেদের সাথে। ওই কথোপকথন রেকর্ড করে সেখান থেকে আংশিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে কামরুল ইসলামকে ‘চাঁদাবাজ’ হিসেবে প্রচার করা হয়। সাংবাদিক কনক সরোয়ার দেশের বাইরে বসে তার ইউটিউব চ্যানেলে এসব প্রচার করে। কামরুল ইসলাম এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর, পুলিশের সিরিয়াস ক্রাইম ইউনিট বিষয়টি তদন্তের দায়িত্ব নেয়। সেই মামলাতেই আলী আহমেদকে গ্রেফতার করে ১০দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে সহকারী কমিশনার নাজমুল হাসান জানান। কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মামলায় সাংবাদিক কনক সরোয়ারকে আসামি করা হয়েছে।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ