Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উষ্ণতা মোকাবেলার পদ্ধতি নিয়ে বিশ্বে বিভক্তি : জরিপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম


বৈশ্বিক উষ্ণতা মোকাবেলার পদ্ধতি নিয়ে বিশ্বে বিভক্তি রয়েছে বলে এক জরিপে উঠে এসেছে। তবে এই জরিপ বলছে, আবহাওয়া পরিবর্তন নিয়ে সারা পৃথিবীর সব অঞ্চলের মানুষদের মধ্যেই উদ্বেগ বাড়ছে। এই সমস্যার একরকম সমাধান ভাবছেন না কেউ। গরিব দেশের নাগরিকরা চান, যেভাবে কোভিড-১৯ মোকাবেলা করা হয়েছে, একই পদ্ধতিতে আবহাওয়া পরিবর্তন মোকাবেলা করা হোক। তবে ধনী দেশের নাগরিকরা দ্রæতগতিতে শক্ত ব্যবস্থা নেবার পক্ষে নন। স¤প্রতি প্রিন্স অব ওয়েলস চার্লস বলেছেন, আবহাওয়া সমস্যার সামনে কিছুদিনের মধ্যেই কোভিড-১৯ কে বামন বলে মনে হবে। এরপরেই করা হয় এই জরিপ। এই জরিপ পরিচালনা করেছে গেøাবস্ক্যান। এটিতে জানা গেছে কোভিড-১৯ অতিমহামারী আর অর্থনৈতিক মন্দার শঙ্কার পরেও মানুষ আবহাওয়া পরিবর্তন নিয়ে অনেক বেশি মাথা ঘামাচ্ছে। ২৭টি দেশের ৯০ শতাংশ নাগরিকই মনে করেন, এটি অনেক বেশি জটিল অথবা কিছুটা হলেও জটিল এক সমস্যা। সবচেয়ে বেশি সচেতনতা বেড়েছে কানাডা, ফ্রান্স, ভারত, কেনিয়া, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে। ২০১৪ সালে ৬০ শতাংশ মার্কিন নাগরিক ভাবতেন, আবহাওয়া সঙ্কট খুব গুরুতর সমস্যা। এখন ভাবেন ৮১ শতাংশ। বিবিসি, ফক্স নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ