মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বই বিক্রি ও বক্তৃতা দিয়ে উপার্জিত ৫০ লাখ ডলার সরকারি কোষাগারে দিতে রাজি হয়েছেন এডওয়ার্ড স্নোডেন। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক গুরুত্বপ‚র্ণ নথি ফাঁস করে দেয়ার পর বিশ্বব্যাপী তুমুল আলোচনায় আসেন সিআইএর এ সাবেক কনট্রাক্টর। সরকারের অনুমতি ছাড়াই গুরুত্ব ও স্পর্শকাতর তথ্য সমৃদ্ধ বই প্রকাশ এবং বিভিন্ন বক্তৃতা দেয়ার কারণে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন। স¤প্রতি আদালতের রায় অনুযায়ী তিনি এই বই বিক্রি এবং বক্তৃতা দিয়ে উপার্জিত ৫০ লাখ ডলারেরও বেশি অর্থ সরকারি কোষাগারে জমা দিতে সম্মত হয়েছেন। গত বছর ‘পারমানেন্ট রেকর্ড’ নামে একটি বই প্রকাশ করেন স্নোডেন। এতে সরকারের অনুমোদন ছিল না। এটি সিআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সঙ্গে তার করা চুক্তির লঙ্ঘন। বিচার বিভাগের এ সংক্রান্ত আপত্তির সঙ্গে একজন ফেডারেল জজ একমত পোষণ করেছেন এবং তিনি এর জন্য প্রদেয় অর্থের পরিমানও ঠিক করে দিয়েছেন। স্নোডেনের মতো একই ঝামেলায় পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। চলতি বছরের শুরুর দিকে তিনিও একটি বই প্রকাশ করেছেন যেখানে ট্রাম্প সম্পর্কে বেশ কিছু স্পর্শকাতর নেতিবাচক তথ্য রয়েছে। সরকারের অনুমোদন ছাড়া জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপ‚র্ণ তথ্য প্রকাশ করায় তার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে বিচার বিভাগ। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।