প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : রুনা লায়লা তার সঙ্গীত জীবনের পঞ্চাশ বছর পার করেছেন। সুদীর্ঘ ক্যারিয়ারে কণ্ঠ দিয়েছেন ১০ হাজারেরও বেশি গানে। এই শিল্পীর ক্যারিয়ারের ৫০বছরপূর্তি উৎসবের আয়োজন করেছে লন্ডন প্রবাসী বাঙালিরা। আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনের রামফোর্ডের দ্য সিটি প্যাভিলিয়নে আয়োজন করা হয়েছে তার একক সঙ্গীত সন্ধ্যা। ‘মেলোডি কুইন রুনা লায়লা ইন লন্ডন’ শীর্ষক কনসার্টে রুনা তার নতুন ও পুরাতন জনপ্রিয় গান পরিবেশন করবেন। উল্লেখ্য, গানে রুনা লায়লার হাতে খড়ি মাত্র ৬ বছর বয়সে। পাকিস্তানের করাচি শহরের একটি অনুষ্ঠানে তার বড় বোন দিনা লায়লার গান গাওয়ার কথা ছিল। কিন্তু সেদিন দিনা লায়লা অসুস্থ হয়ে পড়েন। বোনের অসুস্থতার কারণে রুনা লায়লাকে সেই অনুষ্ঠানে গান গাইতে বলা হয়। প্রথম সুযোগেই সবাইকে বেশ চমকে দেন ও পুরস্কৃত হন। তারপর থেকে আজ অবধি বিরতিহীনভাবে গান করে যাচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।