বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলনের মাসব্যাপী দাওয়াতী কার্যক্রম উপলক্ষে দলের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশব্যাপি ঝটিকা সফর করে চলেছেন। নেতৃবৃন্দ বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা চলতে দেয়া হবে না। তারা বলেন, সরকারের ডানে বামে নাস্তিকগোষ্ঠী স্বাধীনতা বিরোধীরা ভীড় জমাচ্ছে। তাদেরকে প্রতিরোধ না করলে নৌকা ডুবলে, আর ভাসবে না। তিনি অবিলম্বে আল্লাহদ্রোহী নাস্তি-মুরতাদদের শাস্তির আইন প্রণয়ন গত সরকারে নাস্তিক ও মুরতাদ মন্ত্রীদের মন্ত্রী পরিষদ থেকে অপসারণ করতে হবে।
গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতী মাসের কার্যক্রম পর্যালোচনা এসব কথা বলা হয়। সভায় উপস্থিত ছিলেন, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।
ইসলামী আন্দোলন মহানগর
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দীন বলেছেন, সর্বত্র অনৈসলামীকরণ প্রক্রিয়া চলছে। এমতাবস্থায় সমাজে ইসলামের আলো প্রজ্জ্বলিত করতে এবং দুর্নীতি, মাদকাসক্ত ও বিকারগ্রস্ত লোক সমাজ ও রাষ্ট্র থেকে অপসারণ করে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াতী মাসের কার্যক্রম পরিচালনা অধিক গুরুত্বপূর্ণ। শান্তি, ইনসাফ ও অধিকার ফিরে পেতে ইসলামের বিজয়ী করতে হবে।
গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে দেশব্যাপী দাওয়াতী মাসের কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন ও মাওলানা এবিএম জাকারিয়া, সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অধ্যাপক ফজলুল হক মৃধা, মুহা. মোশাররফ হোসেন, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।