Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইহুদীবাদী ইসরাইলি জাতীয় সংগীত উচ্চারণ করা হারাম’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ৪:১১ পিএম

ইহুদীবাদী ইসরাইলি জাতীয় সংগীত কোনো মুসলিমের মুখে উচ্চারণ করা হারাম। মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আল-আকসার খতিব শেইখ আকরামা সাবরি এ কথা বলেছেন। তিনি আরও বলেন, দখলদাররদের এই সংগীতে বলা হয়েছে ফিলিস্তিন ভূখণ্ড, বায়তুল মুকাদ্দাস শহর ও মসজিদুল আকসা হচ্ছে ইহুদিবাদীদের।
তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে যারা ইসরাইলের জাতীয় সংগীত গাইছে তারা অজ্ঞতা থেকে অথবা ইহুদিবাদে প্রভাবিত হয়ে এ কাজ করছে। কিন্তু মুসলমানেরা এই সংগীত গাইতে পারবেন না। এটা তাদের জন্য হারাম।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের একজন নাগরিক ইসরাইলি জাতীয় সংগীত গেয়ে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। এ বিষয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া হয়েছে।
আর এই ভিডিও দেখার পর ইসরাইলের প্রধানমন্ত্রীর মুখপাত্র প্রশংসা করে বক্তব্য দিয়েছেন এবং এ ধরণের কাজে উৎসাহ যুগিয়েছেন। এরপরই শেইখ আকরামা সাবরি এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন। তিনি ইসরাইলি সংগীত মুখে উচ্চারণ না করতে সব মুসলমানের প্রতি আহ্বান জানিয়েছেন। পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ