Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তেল চুরি করে নিয়ে যাচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৯ পিএম

যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তেল চুরি করে নিয়ে যাচ্ছে। সিরিয়ার আলজাজিরা অঞ্চল থেকে প্রতিনিয়ত তেল লুট করে ইরাক হয়ে পাচার করছে যুক্তরাষ্ট্র। রোববার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
এতে বলা হয়েছে, সিরিয়া থেকে চুরি করা তেলভর্তি ৩০টি ট্যাংকারের একটি বহর আল-ইয়ারুবিয়া এলাকায় আল-ওয়ালিদ অবৈধ ক্রসিং দিয়ে প্রতিবেশী ইরাকে প্রবেশ করেছে। খবরে বলা হয়, কুর্দিশ সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের সহযোগিতায় সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলের বেশিরভাগ তেলক্ষেত্র নিয়ন্ত্রণ করছে। জুলাই মাসের শেষের দিকে সিনেটের একটি শুনানিতে সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক কথোপকথনে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ