Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চীন রাশিয়া ইরান পাকিস্তানের বিধ্বংসী সামরিক মহড়া শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৮ পিএম

কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর ও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে ককেশাস-২০২০ যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। সোমবার শুরু হওয়া এই মহড়া শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর। রাশিয়ার আয়োজনে চলমান এ মহড়ায় ইরান, চীন, পাকিস্তান, আর্মেনিয়া, বেলারুশ ও মিয়ানমারের সেনাবাহিনী অংশ নিয়েছে। -পার্সটুডে
মস্কো বলছে, ককেশাস-২০২০ মহড়ায় সশস্ত্র বাহিনীর ৮০ হাজার সদস্য অংশ নেয়। এছাড়াও বিধ্বংসী যুদ্ধাস্ত্র আড়াইশ ট্যাংক, সাড়ে চারশ’ সাজোয়া যান এবং দুইশ’ আর্টিলারি ও মিসাইল সিস্টেম অংশ নিয়েছে। কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের সঙ্গে মহড়ায় যোগ দেয় ইরানের বিভিন্ন যুদ্ধযান। প্রায় ৬০টি রুশ সামরিক পরিবহন বিমানের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, এবারের মহড়ায় ব্যাপকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ