রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১১০ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃত অস্ত্রব্যবসায়ীরা হলোÑ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের আমতলা গ্রামের আশিমুদ্দিনের ছেলে কাবিল ও টাঙ্গাইলের ভুয়াপুর চরসশুয়া গ্রামের আব্দুর রশিদ ম-লের ছেলে আসাদুল ইসলাম। মঙ্গলবার রাতে অস্ত্র কেনাবেচার সময় পৌর এলাকার লাকীর মোড় থেকে তাদের আটক করা হয়। শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজ ও এসআই মাহফুজের নেতৃত্বে পুলিশের একটি দল লাকির মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১১০ রাউন্ড গুলিসহ কাবিল ও আসাদুল ইসলামকে আটক করা হয়। ওসি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত এবং দেশের বিভিন্ন স্থানে অস্ত্র সরবরাহ করত। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।