প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন অভিনেত্রী চিত্রলেখা গুহ। অবশেষে প্রায় ছয় মাস পর তিনি ক্যামোর সামনে দাঁড়ালেন। একটি ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে শুটিংয়ে ফিরেছেন তিনি। সাজিদ সুমন পরিচালিত মাশরাফি জুনিয়র ধারাবাহিক নাটকের শুটিং গত সপ্তাহে শুরু হয়েছে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করছেন তিনি। তিনি বলেন, দীর্ঘদিন পর ক্যামেরার সামনে হাজির হলাম। সেই পরিচিত শব্দ, পরিচিত মুখ দেখে খুবই ভাল লাগছে। বিগত ছয়টা মাস সবকিছু মিস করেছি। তবে পরিবারের সবাই বলছিলো আরও একটু সময় নিতে। আরও পরে ফিরতে। তারপরও ফিরলাম। ভালো লাগছিলো না ঘরে থেকে। তিনি বলেন, আমরা সবাই এখানে সাস্থ্যবিধি মেনেই কাজ করছি। নাটকটি দীপ্ত টিভির। এর শুটিংও হচ্ছে তাদের নিজস্ব স্টুডিওতে। এখানে বহিরাগত নেই বললেই চলে। আর নাটকের ইউনিট বেশ স্বাস্থ্য সচেতন। খুব ভালো লাগছে তাদের সঙ্গে কাজ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।