মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মহামারীর কারণে এবারের জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ‘ডিজিটাল ডিপ্লোম্যাসির’ প্রস্তুতি নিচ্ছেন কূটনীতিকরা।সাধারণ পরিষদ অধিবেশনের অধিকাংশই হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। -সিএনএন
তবে সাইডলাইনের বৈঠক কিভাবে হবে, তা কেউ জানে না। এ বছর জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটু বিশেষভাবে এই আয়োজনের কথা ছিলো। কিন্তু এবার চিরপরিচিত বিশাল ভীড়, হ্যান্ডশেক, গালে চুম্বনের মতো কূটনৈতিক কার্যক্রমও দেখা যাবে না। এই বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেস এক সংবাদ সম্মেলনে বলেন, কোভিড-১৯ অতিমহামারী এমন এক সঙ্কট, যা আমাদের জীবনে আর আসেনি। তাই এ বছর এমন একটি সাধারণ অধিবেশন হবে, যা দেখতে হবে এই জীবনে, তা কেউ ভাবিনি।
নিউ ইয়র্কে প্রতিবছর এই সময়ে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের মেলা বসে। এ বছর এমন কিছু হবে না। অল্প কিছু রাষ্ট্রপ্রধান আসবেন বলে শোনা গেলেও সম্ভবত তেমন কেউই আসছেন না। প্রথমে শোনা গিয়েছিলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বশরীরে অধিবেশনে যোগ দেবেন। কিন্তু সেই সিদ্ধান্ত পরে বাতিল করা হয়েছে। ফলে সবকিছুই ভার্চুয়াল হওয়ার পরিস্থিতি দেখা দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।