মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেভারলি এম নামে নিজেকে পরিচয় দিয়ে টেক্সাসের ওই নারী টুইটারে জানিয়েছেন, স্বামী ট্রাম্পের সমর্থক হলেও তিনি তার স্বামীকে চিরসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু তিনি এখন ‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলনের কর্মী এবং বেঁকে বসেছেন তার স্বামী যদি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে জো বাইডেনকে ভোট না দেন, তাহলে তিনি তাকে চিরতরে ত্যাগ করবেন। -আরটি
আশির দশকে এই নারী মিডওয়েস্ট থেকে টেক্সাসে চলে আসেন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি বিয়ে করেন। নিজে অবশ্য ২০১৬ সালে হিলারিকে ভোট দিয়েছিলেন। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন হবার পর গত চার বছর খুবই বাজে সময় কেটেছে বলে জানান তিনি। বেভারলি এম বলেন, ট্রাম্পের সমর্থকরা খুবই স্বার্থপর। এজন্যে স্বামীর উপর তার অনেক রাগ জমা হয়ে আছে। এখন তিনি তার সন্তান ও ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে চান তার স্বামী আর ট্রাম্পকে ভোট না দিক।
বেভারলির টুইটে অনেকে রসিকতা করে মন্তব্য করেন। একজন বলেন বেভারলি যদি স্বামী পরিবর্তন করেন তাহলে তাকে পোর্টল্যান্ডে ফের বিয়ের পরামর্শ দিচ্ছি। কারেন নামে আরেকজন বলেন, বেভারলিকে আরো চার বছর ট্রাম্পকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।