Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসায়ীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

সুন্দরগঞ্জের ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে হত্যার দায়ে সুকুমার মহন্ত (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদ-াদেশ দেয়া হয়। গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফুল ইসলাম গত সোমবার বিকালে এ আদেশ প্রদান করেন। কারাদ- প্রাপ্ত যুবক উপজেলার উজান বোচাগাড়ি গ্রামের শংকর মহন্তের ছেলে। সে ২০১১ সালের ৫ ডিসেম্বর সুন্দরগঞ্জ বাইপাস মোড়ে প্রাণ কো¤পানির এজেন্ট আব্দুর রাজ্জাককে তারই ব্যবসা প্রতিষ্ঠানে নিমর্মভাবে ছুরিকাঘাত করে হত্যার পর ১ লাখ ৫ হাজার ৪০ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী লাইজু বেগম বাদী হয়ে সুকুমারের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবসায়ীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ