নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে প্রথম দিনের অনুশীলন শেষে স্বস্তির সঙ্গে উচ্ছ্বাসও প্রকাশ করেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নুরুল হাসান সোহানরা।
১৯৩ দিন পর দলীয় অনুশীলনে ফেরা। অনুশীলনে বাংলাদেশ দলের ক্রিকেটারদের শারীরিক ভাষাই বলে দিচ্ছিল কতোটা উৎফুল্ল তারা। ছয় মাসেরও বেশি সময় পর চিরচেনা মিরপুর স্টেডিয়ামে এক সঙ্গে অনুশীলন করতে পেরে বড় করেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন ক্রিকেটাররা।
নতুন শুরুর সঙ্গে নতুন পোশাক। সাদা-কালো-ধূসর মিশ্রিত রংয়ের জার্সি পরে রোববার মিরপুর স্টেডিয়ামে দলীয় অনুশীলনে নেমেছিলেন ক্রিকেটাররা। আড়াই ঘণ্টার অনুশীলনে একসঙ্গে স্ট্রেচিং, রানিং, ফুটবল খেলা, ব্যাটিং-বোলিং করে ক্রিকেটাররা যেন আগের দিনগুলোতেই ফিরে গেলেন।
প্রথম দিনের অনুশীলন শেষে স্বস্তির সঙ্গে উচ্ছ্বাসও প্রকাশ করেন বেশ কয়েকজন ক্রিকেটার। স্বস্তি আর ভালো লাগার কথা জানালেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন, নুরুল হাসান সোহানরা। মাহমুদউল্লাহ রিয়াদও জানিয়েছেন তার অনুভূতির কথা।
ডানহাতি পেসার রুবেল হোসেন বলেন, 'অনেকদিন পর দলীয়ভাবে অনুশীলন করলাম। খুবই ভালো লাগছে। দীর্ঘদিন পর অনুশীলন করলাম একসঙ্গে সবাই, দারুণ অনুভূতি কাজ করছে। সবাই একসঙ্গে অনুশীলন করার ব্যাপারটি মিস করছিলাম। কারণ এতো লম্বা বিরতি তো কখনও যায়নি। তো মাঠে ফিরে স্বস্তি কাজ করছে। মনে হচ্ছে চেনা জায়গায় ফিরলাম।'
মাঠে ফেরায় রোমাঞ্চিত উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তিনি বলেন, 'খুবই ভালো লাগছে দলীয় অনুশীলন শুরু করতে পেরে। সত্যিই অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। অনেকদিন ধরেই তো ফেরার জন্য অপেক্ষা করছিলাম। ফিরতে পেরে খুবই ভালো লাগছে। কতদিন পর টিমমেটদের সঙ্গে অনুশীলন করলাম। এটার মজাই আসলে আলাদা।'
লকডাউনে ফিটনেস নিয়ে কাজ করেছেন তাসকিন। মিরপুর স্টেডিয়ামে সুযোগ না থাকায় নিজ উদ্যোগে রাস্তা, খোলা মাঠে নিয়মিত রানিং করেছেন ডানহাতি এই পেসার। কমিয়েছেন ৫ কেজি ওজন। মাঠে ফিরে বল হাতেও ছন্দময় তাসকিনের দেখা মিলেছে। গতিময় বাউন্সারে রোববার নেটে লিটন দাসকে বেশ ভুগিয়েছেন বাংলাদেশের এই পেসার।
মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত তাসকিন বললেন, 'ভালো লেগেছে। অনেক স্বস্তির একটা ব্যাপার। এতোদিন পর দিন পর টিম বাস শেয়ার করছি। এক সঙ্গে অনুশীলন করেছি। অনেক মিস করছিলাম দলীয় অনুশীলনের ব্যাপারটি। কারণ একক আর দলীয় অনুশীলনের মধ্যে অনেক পার্থক্য। অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আরও একটা স্বস্তি কাজ করছে যে, বোলিং বেশ ভালো হচ্ছে। চেষ্টা করব এই ধারাবাহিকতা ধরে রাখার।'
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, 'এখন সতীর্থদের সাথে কাজ করছি, ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হচ্ছে। সতীর্থরা বেশ উৎফুল্ল এবং আমিও। কারণ দিনশেষে এটা একটা দলীয় খেলা। দলের সবার সাথে মিলে অনুশীলনটা যদি উপভোগ করা যায়, ওটা আরও বেশি কার্যকর হয় নিজের জন্য ও সতীর্থদের জন্য।'
প্রথম দিন অনুশীলন শেষে টিম বাসে করে সোনাওগাঁও হোটেলে যান অনুশীলনে অংশ নেওয়া ১৬ ক্রিকেটার ও কোচিং স্টাফরা। রোববার সকালেই চেক ইন করেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। বাকিরা অনুশীলন শেষে হোটেলে ওঠেন। হোটেল ও মাঠে জৈব সুরক্ষা বলয়ের মধ্য থেকেই আগামী কয়েক দিন অনুশীলন চালিয়ে যাবেন ক্রিকেটাররা।
কোয়ারেন্টিন জটিলতায় শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও বিসিবি পরিকল্পনামাফিক প্রস্তুতির কাজ চালিয়ে নিচ্ছে। সফর চুড়ান্ত হলে আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিতে পারে বাংলাদেশ। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট আগামী ২৪ অক্টোবর ক্যান্ডিতে শুরু হওয়ার কথা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।