Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রাইভার মালেকের শতকোটি টাকার সম্পদে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ৫:১৭ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের গাড়ি চালক আব্দুল মালেকের শতকোটি টাকার সম্পদের খবর প্রকাশে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্বাস্থ্য অধিদফতরের একজন তৃতীয় শ্রেণির সাধারণ কর্মচারীর এত বিপুল পরিমাণ অবৈধ সম্পদের ফিরিস্তি দেখে হতবাক হয়েছেন দেশের সচেতন মহল। ক্ষোভ প্রকাশ করে এনিয়ে ফেসবুকে জানিয়েছেন বিরুপ মন্তব্য।

জানা যায়, অবৈধ সব কর্মকান্ডের মাধ্যমে উপার্জিত টাকায় তার রাজধানীর তুরাগ থানা এলাকায় দক্ষিণ কামার পাড়ায় দুটি ৭ তলা বিলাসবহুল ভবন, ধানমন্ডির হাতিরপুল এলাকায় সাড়ে ৪ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন রয়েছে। এছাড়া তিনি দক্ষিণ কামার পাড়ায় ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম গড়ে তুলেছেন। বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে তার বিপুল টাকা রয়েছে।

আবদুল মালেক নামের আলোচিত ওই কর্মচারীকে গতকাল রোববার ভোরে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের (বাংলাদেশি) জাল নোট, ১টি ল্যাপটপ ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ফেসবুকে আব্দুল আল মোমেন লিখেছেন, ‘‘সামান্য একজন গাড়িচালকের সম্পদের যদি এই অবস্থা হয় বাকিদের কি অবস্থা। সব মিডিয়াতে এত দুর্নীতিবাজদের খবর প্রচার হওয়ার পরেও দুর্নীতি যেন বেড়েই চলেছে। তাদের ভয় নাই কেন?তবে মিডিয়াগুলোকে ধন্যবাদ তারা জীবনের রিক্স নিয়ে দুর্নীতিবাজদের খবরগুলো প্রচার করছেন।’’

কাওসার আলম লিখেছেন, ‘‘এত টাকার মালিক উনি হয়ত নন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন রাঘববোয়াল হয়ত উনার নামে বিনিয়োগ করেছেন, যেমনটি প্রদীপ বাবু শশুরের নামে জমি ক্রয় করে ঐ জায়গায় বাড়ি নির্মাণ করার পর বউয়ের নামে দান করে নিয়েছিল।’’

দেলোয়ার হোসাইন লিখেছেন, ‘‘চুনোপুঁটিদের এই অবস্হা।রুই কাতলা রাঘব বোয়ালদের কি হতে পারে।
কই মাছের মুখে বুলকি দিতেই দুই হাজার কোটি টাকা দেশের বাহিরে। যদি কই মাছটা হ্যাঁই তুলতো তবে কতো টাকা পাওয়া যেত (জেলা ছাত্রলীগ সভাপতি)। এবার দেখুন গত বার বৎসরে। তাহারা কি পরিমান লুটপাট করছে।’’

হেনরি গায়েন লিখেছেন, ‘‘সামান্য একজন ড্রাইভার যদি আলাদিনের চেরাগ পেয়ে শত কোটি টাকার মালিক হতে পারে, তাহলে প্রশ্ন জাগে এর উপরে যারা আছে অর্থাৎ ড্রাইভার এর বস বা অন্যান্য তাদের কি না জানি কত শত হাজার কোটি টাকার আলাদিনের চারাক তারা পেয়েছে! সব খুঁজে বের করা হোক!?’’

তানভীর আহমেদ লিখেছেন, ‘‘ড্রাইভারের সম্পদের পরিমাণ যদি এ রকম হয় তাহলে আবুল কালাম আজাদের সম্পদের পরিমাণ সাধারন জনগনের কল্পনার বাহিরে হবে, তাই ডিজির সম্পদের হিসাব ও পরিমাণ প্রকাশ করা হচ্ছে না জনসম্মুখে। অচিরেই আবুল কালাম আজাদকে আইনের আওতায় আনা হোক।’’



 

Show all comments
  • মোঃ নূরুল আমিন চৌধুরী ২১ সেপ্টেম্বর, ২০২০, ৬:০৮ পিএম says : 0
    যোগ‌্য মহাপরিচালকের যোগ‌্য ড্রাইভার : পুরো দেশটাই যেন তাদের মৌরশী সম্পত্তি। এদের ধ্বংস কবে হবে ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রাইভার মালেক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ