Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বৃক্ষমেলার উদ্বোধন

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা

‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’Ñ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে পৌর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লুৎফুন নাহার নাজীমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ আবদুল খালেক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, শাহিনা মমতাজ। উপজেলা কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাওল কবির ও বরুড়া থানা অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম শফি, বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ আহমদসহ প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃক্ষমেলাটি সাত দিনব্যাপী চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃক্ষমেলার উদ্বোধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ