Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২ ভূয়া এনএসআই গ্রেফতার

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টর | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ৩:০৮ পিএম

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গত ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার সময় কুষ্টিয়া সদর থানাধীন ৯৫/৫ এমইউ ভূঁইয়া রোড কোটপাড়া জনৈক মোঃ আকতারুল হক পিতা-মৃত হাতেম আলী মিয়া এর ৪তলা বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর’’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভূয়া এনএসআই এর কার্ড-১টি, মোবাইল ফোন-৩টি, সীমকার্ড-৬টিসহ ২ জন তনুজা ইসলাম (২৭), স্বামী-মোঃ কাজী ইকরামুল হক, সাং-কাচের কোল ও মোঃ জাহাঙ্গীর আলম (২৯), পিতা-আঃ লতিফ, সাং-সিদ্ধি, উভয় থানা শৈলকুপা, জেলা-ঝিনাইদহদ্বয়’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় সরকারী কর্মকর্তা ছদ্মবেশ ধারণ করার অপরাধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূয়া এনএসআই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ