রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলো- উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের নিবাস চন্দ্রের স্ত্রী স্বমতি রানী (৪০) ও তার মেয়ে ফাল্গুনী রানী (১৭)। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ফুলবাড়ী-ভবানীপুর স্টেশনের মাঝামাঝি রসুলপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, বিকেল সোয়া ৪টায় ফুলবাড়ী থেকে ছেড়ে যাওয়া পার্বতীপুরগামী এমজিবিসি ব্লক রেক মিটার গেজ মালবাহী ট্রেনটি রসুলপুর রেল ক্রসিং অতিক্রম করার সময় রেল লাইনে থাকা মা ও মেয়ে কাটা পড়ে। এই ঘটনায় স্বমতি রানী ঘটনা স্থলেই নিহত হয়। আহত অবস্থায় মেয়ে ফাল্গুনী রানীকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পথে মেয়েটির মৃত্যু হয়।
অগ্নিকা-ের ঘটনায় আরো ১ জনের মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিকা-ের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার একই পরিবারের আরো ১ জনের মুত্যু হয়েছে। মৃত্যুবরণকারী রনি (১৭) এলাকার বাবলু মিয়ার ছেলে। গত শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার মাদিলাহাট বাজারে পেট্রেলের দোকানে অগ্নিকা-ের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের বাবলু মিয়ার স্ত্রী রুফিয়া বেগম, মেয়ে মনিরা খাতুন (১৫) ও ছেলে রনি (১৭) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় পরের দিন গত রোববার ভোরে মনিরার (১৫) মৃত্যু হয়। এর ৩ দিন পর গতকাল বুধবার সকাল ৭টায় ঢাকার শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়ার ছেলে রনিও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।