Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

কুড়িগ্রামের নাগেশ্বরী ও উলিপুর উপজেলার বন্যাদুর্গত ও ভাঙ্গন কবলিত ২৬০টি পারিবারের মাঝে এসিআই মটরস-এর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বজরা ও হাসনাবাদ ইউনিয়নে বিতরণ অনুষ্ঠানে এসিআই মটরস-এর পক্ষে উপস্থিত ছিলেন- বিভাগীয় সেলস ম্যানেজার শামীম আহম্মেদ, বিভাগীয় ইনচার্জ আতিয়ার রহমান, মার্কেটিং অফিসার সালেক আহমেদ। গতকাল বুধবার সকালে নাগেশ্বরী উপজেলার দক্ষিণ ব্যাপারীহাট স্কুল এন্ড কলেজ ও বজরা ইউনিয়নের ২৬০টি বন্যার্ত পরিবারকে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত রহমত উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, আ.লীগ নেতা আমিনুল ইসলাম গালিভার, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গোলাম মওলা আজাদ বাবুল ও নাগেশ্বরীর ডিলার হেলাল হোসেন মজুমদার, বজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরদার, ইউপি সদস্য হান্নান সরদার সেতু ও কুড়িগ্রামের ডিলার রফিকুল ইসলাম। বন্যার্তদের ত্রাণ সহায়তা হিসেবে বিতরণ করা হয়- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, বিস্কিট ২ প্যাকেট, ১ কেজি লবন, খাওয়ার স্যালাইন, দিয়াশলাই ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুড়িগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ