রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কুড়িগ্রামের নাগেশ্বরী ও উলিপুর উপজেলার বন্যাদুর্গত ও ভাঙ্গন কবলিত ২৬০টি পারিবারের মাঝে এসিআই মটরস-এর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বজরা ও হাসনাবাদ ইউনিয়নে বিতরণ অনুষ্ঠানে এসিআই মটরস-এর পক্ষে উপস্থিত ছিলেন- বিভাগীয় সেলস ম্যানেজার শামীম আহম্মেদ, বিভাগীয় ইনচার্জ আতিয়ার রহমান, মার্কেটিং অফিসার সালেক আহমেদ। গতকাল বুধবার সকালে নাগেশ্বরী উপজেলার দক্ষিণ ব্যাপারীহাট স্কুল এন্ড কলেজ ও বজরা ইউনিয়নের ২৬০টি বন্যার্ত পরিবারকে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত রহমত উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, আ.লীগ নেতা আমিনুল ইসলাম গালিভার, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গোলাম মওলা আজাদ বাবুল ও নাগেশ্বরীর ডিলার হেলাল হোসেন মজুমদার, বজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরদার, ইউপি সদস্য হান্নান সরদার সেতু ও কুড়িগ্রামের ডিলার রফিকুল ইসলাম। বন্যার্তদের ত্রাণ সহায়তা হিসেবে বিতরণ করা হয়- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, বিস্কিট ২ প্যাকেট, ১ কেজি লবন, খাওয়ার স্যালাইন, দিয়াশলাই ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।