মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাঝে মাঝেই নানা ভাবে খবরের শিরোনামে উঠে আসেন লেবাননের সাবেক পর্ন তারকা মিয়া খলিফা। মাসখানেক আগে বিস্ফোরণের ফলে সংকটে পড়া লেবাননকে সাহায্য করতে নিজের বিখ্যাত চশমা নিলামে তুলেছিলেন তিনি। বারাসত গভর্নমেন্ট কলেজের মেধা তালিকায় তার নাম নিয়েও হইহই হয়েছিল। এবার আবারও খবরে তিনি। সম্প্রতি মিয়া খালিফার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, ‘তিনি পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারেন।’
গত মাসে সউদী আরবে এক পাকিস্তানি স্কুলের একটি অনুষ্ঠানে দেখা যায় শিক্ষার্থীরা সকলে জানাচ্ছে তারা তাদের দেশকে কতটা ভালবাসে। সেই সময় এক ছাত্রী মঞ্চে উঠে জানায়, সে পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারে। মাইক্রোফোন হাতে জোরের সঙ্গে সে ওই কথা জানায়। এরপরই তার সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অনেকেই শেয়ার করতে থাকেন সেটি।
মিয়া খলিফাও ভাইরাল হওয়া এই ভিডিওর ট্রেন্ডে গা ভাসান। তিনিও বলে ওঠেন, ‘আমি পাকিস্তানের জন্য আমার প্রাণ দিতে পারি।’ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রথম থেকে জনপ্রিয় হয়ে যাওয়ার পরে সেটি টিকটকেও চলে এসেছে। জনপ্রিয় এই ভিডিওটি খুব পছন্দ হয়েছে পাকিস্তান ও অন্যান্য দেশের মিয়া খালিফা-ভক্তদের। এমনকী কোনও কোনও পাকিস্তানি ভক্ত এই ভিডিওটি ব্যবহার করে ভারতীয়দের বিদ্রুপও করতে শুরু করেছে। সূত্র : গ্লোবাল ভিলেজ স্পেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।