মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জেনারেল কাশেম সোলাইমানি হত্যায় জড়িতরা লক্ষ্যবস্তু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে ইরানের রেভ্যুলেশনারি গার্ডসের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, আমাদের মহান কমান্ডারের (কাশেম সোলাইমানি) শাহাদাতের প্রতিশোধ সুনির্দিষ্ট, গুরুতর ও সাচ্চা। আমরা সম্মানজনক ও ন্যায্য প্রতিশোধ নেবো। শনিবার তেহরানে এ বাহিনীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তার এ বক্তব্য গার্ডসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। -এএফপি
ইরানের রেভ্যুলেশনারি গার্ডসের এলিট কুদস ফোর্সের প্রধান ছিলেন জেনারেল কাশেম সোলাইমানি। চলতি বছরের জানুয়ারিতে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন তিনি। ট্রাম্পের উদ্দেশ্যে হোসেইন সালামি বলেন, আপনি ভাবছেন- আমরা আমাদের শহীদ ভাইয়ের (সোলাইমানি) রক্তের বদলা নিতে দক্ষিণ আফ্রিকায় একজন নারী রাষ্ট্রদূতের উপর হামলা চালাব? আপনার এ ধারণা ভুল। আমরা তাদেরই লক্ষ্যবস্তু করবো, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সোলাইমানি হত্যায় জড়িত। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ইরান সোলাইমানি হত্যার প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করছে। তারা আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদূত লানা মার্কসকে হত্যা করতে চায়। চলতি সপ্তাহে ইরানকে কড়া হুমকি দেন ট্রাম্প। কুদস ফোর্সের প্রধান বলেন, তার দেশের ওপর কোনো হামলা হলে হাজার গুণ শক্তিশালী জবাব দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।