প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমার বাবার নাম’র প্রিমিয়ার গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রনালয়ের সচিব কামরুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিভির মহাপরিচালক এস. এম . হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে স্বাগত ব্যক্তব্য রাখেন বিটিভির জেনারেল ম্যানেজার নাসির মাহমুদ। প্রধান অতিথি ড. আহমদ কায়কাউস বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের সংষ্কৃতির সুতিকাগার। এখনো বাংলাদেশ টেলিভিশন নীরবে কাজ করে যাচ্ছে। আরো সরব হওয়া দরকার। আমার বাবার নাম’র মতো আরো অনেক ভালো ভালো কাজ’র মধ্যদিয়ে বিটিভি পূর্বের জায়গায় নয় বরং আরো বেগবান হবে।’ অনুষ্ঠানের সভাপতি এস. এম. হারুন রশীদ বলেন, ‘আমার সৌভাগ্য যে আমি সরাসরি বঙ্গবন্ধু’কে দেখেছি এবং সরাসরি তার বক্তব্য শুনেছি। বঙ্গবন্ধু বাঙ্গালী’কে স্বপ্ন দেখিয়েছেন, বাঙ্গালীকে সাহসী হতে শিখিয়েছেন। এটা এক বিরাট ব্যাপার যে, প্রতিশোধপরায়ণতা মুক্ত বাঙ্গালী জাতিকে বঙ্গবন্ধু যোদ্ধা করে গড়ে তুলেছিলেন। সশস্ত্র মুক্তিযুদ্ধ করার জন্য যোদ্ধা হিসেবে গড়ে তুলেছিলেন। যুদ্ধ শেষে সেই স্বাধীন দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য নেতৃত্ব দিয়েছেন এবং সেই অগ্রযাত্রাকে একটি কাক্সিক্ষত লক্ষ্যে নিয়ে যাবার পূর্বেই ষড়যন্ত্রকারীরা তাকে বিনাশ করেছে। বঙ্গবন্ধু একটি ধ্বংসস্তুপে দাঁড়িয়ে থাকা দেশের দায়িত্ব নিয়েছিলেন। তিনি বাংলাদেশকে দেখেছিলেন শত শত বছর পরের বাংলাদেশকে। আমার অনুভূতি নিয়েই আসলে আমার বাবার নাম চলচ্চিত্রটি রচনা করা। প্রিমিয়ার শো’টি সফলভাবে সম্পন্ন করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন বিটিভির কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার মো: মাহফুজার রহমান। আমার বাবার নাম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ হারুন রশীদের। পরিচালনা করেছেন ফজলে আজিম জুয়েল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, সমু চৌধুরী, নাইরুজ সিফাত, ইমন, নিরব, জয়রাজ, লুবনা নাজনীন’সহ আরো অনেকে। দিলারা জামান বলেন, ‘আমার বাবার নাম’-এ অভিনয় করা অভিনেত্রী হিসেবে আমার অভিনয় জীবনের অনেক বড় অর্জন। এই চলচ্চিত্রের প্রিমিয়ার শো’তে উপস্থিত হয়ে মানুষের আবেগ থেকে আরো অনেকটা বছর বাঁচার বড় সাধ জাগে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।