প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী নিশাত প্রিয়ম। অভিনয়ে তার পথচলা পাঁচ বছর ধরে। এই পাঁচ বছরে বেশ ভালো একটি অবস্থানে চলে এসেছেন নিশাত। ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। এখন ব্যস্ত ধারাবাহিক এবং খন্ড নাটকে। এরইমধ্যে শেষ করেছেন আবু হায়াত মাহমুদের নির্দেশনায় ‘কোটিপতি’ ও আশরাফুল চঞ্চলের নির্দেশনায় ‘ডায়মন্ড নেকলেস’ খন্ড নাটকের কাজ। নতুন শুরু হওয়া ধারাবাহিকের মধ্যে রয়েছে নাগরিক টিভির জন্য নির্মিত সাজিন আহমেদ বাবুর ‘কর্পোরেট ভালোবাসা’। বর্তমানে এনটিভিতে প্রচার হচ্ছে এজাজ মুন্না পরিচালিত ‘শহরালী’। নিশাত প্রিয়ম বেশকিছু সিনেমাতেও কাজ করার প্রস্তাব পেয়েছেন। নিশাত বলেন, ‘সিনেমায় কাজ করার আগ্রহ আমার রয়েছে। তবে এই মুহুর্তে সিনেমায় কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত নই। নিজেকে পূর্ণাঙ্গরূপে সিনেমার জন্য প্রস্তুত করেই তবে সিনেমায় কাজ করবো। আর এক জীবনে একটি সিনেমাতেই যেহেতু কাজ করার ইচ্ছে আমার, তাই সিনেমাটির গল্প হওয়া চাই যেমন মনের মতো, আমার চরিত্রটিও হওয়া চাই মন ছুঁয়ে যাবার মতো।’ নিশাত প্রিয়ম অংকুরের নির্দেশনায় দৈনিক কালের কণ্ঠ’র বিজ্ঞাপনে প্রথম মডেল হিসেবে কাজ করেন। নারী নির্যাতন বিষয়ক ‘তোলো আওয়াজ’-এ কাজ করে বেশ সাড়া ফেলেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে আরো বহু বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করে প্রশংসিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে হৈচৈ’তে প্রচারিত ওয়েব সিরিজ ‘মানি হানি’তে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন। নিশাত প্রিয়ম সাজ্জাদ সুমনের পরিচালনায় পাঁচ বছর আগে ‘ছলে বলে কৌশলে’ ধারাবাহিকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম খন্ড নাটক ছিলো আর বি প্রীতমের ‘সেকেন্ড লাইফ’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।