Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীন মিউজিক অ্যাপ-এর বলতে পারি না, বলতে চাই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভূত ডট কম ও পাতালপুর-এর সাফল্যের পর স্বাধীন মিউজিক অ্যাপ এবার নিয়ে আসছে আরও একটি ভিন্নধারার অনুষ্ঠান ‘বলতে পারি না, বলতে চাই’। প্রথম দেশের কোনও প্রচারমাধ্যম মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের নানা আলোচিত ঘটনাগুলো সবার সামনে তুলে আনবার লক্ষ্যে সাজিয়েছে এই পডকাস্ট। রেডিও উপস্থাপক অরুণিমা অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অনুষ্ঠানে নির্দ্বিধায় খুলে বলা যাবে সকল না বলা কথা। পরিচয় গোপন রেখেই এই অনুষ্ঠানের মাধ্যমে নিজের জীবনের বিস্ময়কর ঘটনাগুলো শেয়ার করতে পারবেন যে কেউ। অনুষ্ঠানটি প্রসঙ্গে গ্যাক মিডিয়া ও স্বাধীন-এর সিইও সাবিরুল হক বলেন, বাংলাদেশের অনেক মানুষ শুধুমাত্র একটা উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে মনের কথাগুলো প্রকাশ করতে পারে না। স্বাধীন মিউজিক সেই ওপেন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে শ্রোতারা মনখুলে মনের জমানো সব কথা বা ঘটনা শেয়ার করতে পারবেন সবার সাথে। স্বাধীন মিউজিক সব সময় শ্রোতাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে এবং বিভিন্ন সময়ে নতুন ধরণের শো নিয়ে উপস্থিত হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানটির এই পরিকল্পক শ্রোতাদের আহবান জানিয়ে বলেন, এমন কোনও কথা যদি থেকে থাকে, যা ভয়ে আগে কখনো কাউকে বলা হয়নি। মনে হয়েছে, লোকে কি বলবে? অথচ স্মৃতিগুলো জমতে জমতে আপনাকে কষ্ট দেয়। তাহলে এগিয়ে আসুন ও বলুন সেসব কথা। নির্ভার করুন নিজেকে। এই আয়োজনে সরাসরি অংশ নিতে হলে আগ্রহীর নাম এবং যোগাযোগের তথ্যসহ বলতে চাওয়া ঘটনাটি সংক্ষেপে লিখে পাঠাতে হবে স্বাধীন মিউজিক অ্যাপের ফেসবুক পেইজে। অনুষ্ঠানটি গতকাল থেকে সম্প্রচার হচ্ছে। প্রতি শনিবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। লক্ষাধিক বাংলা ও ইংরেজি গান নিয়ে দেশের প্রথম গ্লােবাল মিউজিক অ্যাপ স্বাধীন-এর শুরু হয়েছে গত জানুয়ারিতে। মোবাইলে স্বাধীন মিউজিক অ্যাপ ডাউনলোড করা যাবে প্লে স্টোর অথবা অ্যাপস্টোর থেকে খুব সহজে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীন-মিউজিক-অ্যাপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ