Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ওয়াহিদা খানম ও তার পিতাকে হত্যাচেষ্টা মামলার আসামি মালি রবিউলকে আদালতে হাজির

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ পিএম

ঘোড়াঘাটের ইউ এন ও ওয়াহিদা খানম ও তার পিতাকে হত্যাচেষ্টা মামলার আসামি মালি রবিউলক কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে আজ আদালতে হাজির করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের চোখকে ফাঁকি দিয়ে সকাল দশটার দিকে তাকে আদালতে হাজির করা হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং রবিউলের ভাইদের অভিযোগ এর আগে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করার সময় সে সুস্থ ছিল আজ তাকে একেবারে মুমূর্ষ অবস্থায় দেখা গেছে। রবিউল কে আনার পর থেকেই আদালত ভবনের মূল গেটে গোয়েন্দা পুলিশ পুলিশের অন্যান্য সদস্যরা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে। এসময় আদালত প্রাঙ্গণে আশ বিচারপ্রার্থীদের বেছে বেছে প্রবেশ করতে দেওয়া হয়।রবিউল কে সরাসরি দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের খাসকামরায় নেওয়া হয় বলে জানা গেছে। অনুমান করা হচ্ছে বিধি মোতাবেক চিন্তা করার সময় দিয়ে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি জাকুর্ড করা হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ