Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইনসাফ প্রতিষ্ঠিত না হলে বিপ্লব আসবে না’

স্টাফ রিপোর্টার, নরসিংদী : | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখা গত শুক্রবার থানা প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে। সম্মেলন প্রধান অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আলীয়া মাদরাসার সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি জি.এম মোবারক হোসাইন। 

প্রধান অতিথি বলেন, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ইনসাফ প্রতিষ্ঠিত না হলে বিপ্লব আসবে না। আর বিপ্লবের পথকে তরান্বিত করার জন্য সাংগঠনিক কাজকে এগিয়ে নিতে হলে দায়িত্বশীলদের মধ্যে ইনসাফ বজায় রাখতে হবে।
জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ শেখ সাদির সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নরসিংদী জোলা শাখার সহ সভাপতি এম.এম মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রহমতুল্লাহসহ থানা নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনসাফ-প্রতিষ্ঠিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ