প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দীর্ঘদিন করোনার কারণে নিজ বাড়ি খুলনায় কাটিয়ে কিছুদিন আগে ঢাকায় ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। ঢাকায় ফিরেই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ভালবাসার প্রজাপতি নামে ইমপ্রেসে টেলিফিল্মের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটির গল্প রচনা ও চিত্রনাট্য করেছেন খালিদ মাহবুব তূর্য এবং এটি নির্মাণ করছেন রাজু আলীম ও মাসুমা তানি। গত ১৮ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরার একটি হাউজে সিনেমাটির শূটিং শুরু হয়েছে। এতে পপির বিপরীতে প্রথমবার নায়ক হয়েছেন তার চেয়ে বয়সে ছোট শিপন মিত্র। পপির বিপরীতে আরো আছেন সিনেমাটির নির্মাতা রাজু আলীম। পপি বলেন, গত ১০ সেপ্টেম্বর ‘আমার জন্মদিন ছিল। জন্মদিনে নতুন সিনেমাটি আমার জন্য উপহার ছিলো। কারণ জন্মদিনে চ্যানেল আইতে তারকা কথন অনুষ্ঠানের অংশগ্রহনের পরপরই আমি এই সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হই। সিনেমাটির গল্প এবং আমার চরিত্রটি খুব ভালো লেগেছে। যেহেতু সিনেমাটি নির্মাণে একজন নারী নির্মাতাও আছেন তাই কাজ করতেও বাড়তি সুবিধা পাচ্ছি। আর শিপনের সঙ্গে আমার এটি প্রথম কাজ। শিপন ভালো করছে। আশা করছি, তারসঙ্গে এই কাজটিও উপভোগ্য হয়ে উঠবে।’ শিপন বলেন, ‘সিনেমাতে কাজ শুরু করার আগে থেকেই আমি পপি আপার ভীষণ ভক্ত। যখন থেকে সিনেমাতে কাজ শুরু করি, তখন থেকেই আমার স্বপ্ন তারসঙ্গে একটি সিনেমা হলেও নায়কের ভূমিকায় কাজ করব। তিনি আমার সবচেয়ে প্রিয় নায়িকা। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং এটা আমার জন্য কতো ভালো লাগার, তা ভাষায় প্রকাশের নয়। আমি নির্মাতাদ্বয়ের কাছে কৃতজ্ঞ আমাকে এমন একটি সুযোগ দেবার জন্য। মাত্র একদিন শুটিং করেছি, তাতেই পপি আপুর মধ্যে যে মহানুভবতা দেখেছি, তাতে মুগ্ধ হয়েছি। অনেক বড় মাপের একজন নায়িকা হয়েও তিনি যে কত সহজ সরল আর সাধারণ, ভাবাই যায়না।’ টানা তিনদিনের শুটিং-এর মধ্যে আজ পপি শেষদিনের শুটিং-এ অংশ নেবেন। পরবর্তীতে আবারো কাজ শুরু হবে। এদিকে শিপন এরইমধ্যে সাইদুল ইসলাম রানার নির্দেশনায় আগামী অক্টোবর থেকে ‘বীরত্ব’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এতে তার বিপরীতে আছেন সালওয়া। পপি শেষ করবেন সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। শোভা’র নির্দেশনায় ‘সেভ লাইফ’ সিনেমারও কাজ আবারো শুরু হবার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।