Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্ডাস্ট্রির পার্টিগুলোতে ট্রেতে করে ড্রাগস বিলি করা হয় : শারলিন চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে সঙ্গে যেন বলিউডের বিষের বাক্সটি খুলে গেছে। চেইন রিয়েকশনে যেন একের পর এক কেলেঙ্কারির কথা প্রকাশিত হচ্ছে। অনেক সাদা ইমেজের তারকা বা চলচ্চিত্র ব্যক্তিত্বের অন্ধকার দিকগুলো প্রকাশিত হচ্ছে একে একে। বিশেষ করে যথেচ্ছে মাদক সেবনের চলটি প্রকাশিত হচ্ছে ক্রমে। কঙ্গনা রানাউত বলিউডের অন্ধকার দিক প্রকাশে সবার চেয়ে এগিয়ে আছেন, এতে তাকে কম গঞ্জনা পোহাতে হচ্ছে না। এবার বলিউডে মাদক সেবনের কথা প্রকাশ করলেন শারলিন চোপড়া। তিনি কঙ্গনার পক্ষে দাঁড়িয়েছেন এক ভিডিওতে বলেছেন, মাদক সেবন অস্বাস্থ্যকর আসক্তি জয় করার জন্য যোগ ব্যায়ামের সাহায্য নিয়ে স্বাস্থ্যকর জীবন যাপন করা যেতে পারে। তিনি বলেছেন, ‘আমি এক সময় চেইন স্মোকার ছিলাম। ২০১৭তে আমি ধূমপান ছেড়ে দিয়েছি। আমি একসময় শুধু সামাজিক অনুষ্ঠানে (মদ) পান করতাম। মার্চ মাসে জাতীয় লকডাউন ঘোষণার পর থেকে আমি মদ্যপান থেকে বিরত আছি। ড্রাগস থেকে আমি সবসময় দূরে থেকেছি। ইন্ডাস্ট্রির পার্টিগুলোতে ডেকে ডেকে ট্রে থেকে ড্রাগস পরিবেশন করা হয়.. গ্রহণ করা উচিত নয়।’ কঙ্গনার সমর্থনে তিনি টুইট করেছেন : ‘সে উঠে দাঁড়াবেই- তার মেরুদন্ড ইস্পাতের... সে বজ্রের মত গর্জে উঠবে...সে উঠে দাঁড়াবেই ..#ভারত ফর কঙ্গনা @ কঙ্গনা টিম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ