Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুটিংয়ের মহাসচিব থাকছেন অপুই!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ৭:৪০ পিএম

বেশ কিছুদিন ধরে নানা কারণে অস্থির বাংলাদেশের অন্যতম ক্রীড়া ডিসিপ্লিন শুটিং অঙ্গন। অস্থিরতার ভয়াবহতায় জাতীয় ক্রীড়ার পরিষদকে (এনএসসি) গঠন করতে হয়েছিল তদন্ত কমিটি পর্যন্ত। তবে শুটিংয়ের অস্থিরতা কাটাতে এবার উদ্যেগ নিয়েছে এনএসসি। জানা গেছে, তারা নির্বাচিত কমিটি ভেঙ্গে আজকালের মধ্যেই বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনকে অ্যাডহক কমিটির আওতায় আনছে।

স্থবির শুটিংকে সচল করতেই এনএসসির এমন উদ্যোগ। নতুন অডহক কমিটির অধীনে হতাশা কাটিয়ে শুটাররা দেখবেন নতুন আলো সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনএসসির বিশ্বস্ত সুত্র জানিয়েছে, রোববার নতুন কমিটির প্রজ্ঞাপন জারি হতে পারে। তবে অ্যাডহক কমিটিতে সভাপতি পদে পরিবর্তন আসলেও মহাসচিব হিসেবে থাকছেন বর্তমানে দায়িত্বে থাকা ইন্তেখাবুল হামিদ অপুই। সুত্রটি আরো জানায়, সভাপতি হিসেবে মনোনয়ন পাচ্ছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেসনালসের ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। কর্মকর্তাদের দ্বন্দ্বে অচলাবস্থা তৈরী হয়েছিল শুটিং অঙ্গণে। এ নিয়ে এনএসসি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী শুটিংকে গতিশীল করতেই অ্যাডহক কমিটি গঠনের ব্যবস্থা নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ