বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে ডাংরী নামকস্থানে শনিবার সকালে পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে ২জন নিহত এবং ১২জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ফাহাদ আলম (৩২) ও তোরান (৫) নিহত ২ জন পিতা পুত্র। আহতরা নান্দাইল ও ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা ১৪জনের একটি টিম মাইক্রোবাস যোগে কিশোরগঞ্জ জেলার নিকলী হাওর অঞ্চলে ভ্রমনে যাচ্ছিল। ডাংরী নামকস্থানে আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই দূঘর্টনা ঘটে। নান্দাইল ফায়ার সাভির্সের টিম লিডার আঃ মালেক জানান, এক পরিবারের ১৪ জনের টিমটি মাইক্রোবাস যোগে হাওর অঞ্চলে ঘুরতে যাওয়ার সময় অপরদিক থেকে আসা পিকআপর সাথে সংঘর্ষে এই দূঘটনায় ঘটে। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুরুল হক সড়ক দূঘর্টনার বিষয়টি নিশ্চিত করে জানান নিহত এবং আহত সকল ব্যক্তিদের গ্রামের বাড়ি শ্রীবরদী উপজেলায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।