Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিআইসি সিবিএ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বিসিআইসি কর্মচারী লীগ, রেজি: নং-বি-২০০১ (সিবিএ) কার্যকরী কমিটির নির্বাচন-২০১৬ উপলক্ষে এক বিশেষ সাধারণ সভায় সিবিএর সভাপতি শেখ নুরুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩ (তিন) সদস্য বিশিষ্ট নির্বাচন উপ-কমিটি গঠনের প্রস্তাব এবং নির্বাচন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ মোতাবেক ১৬৯ (১) বিধি অনুযায়ী বিসিআইসি কর্মচারী লীগ, রেজি: নং বি-২০০১ এর সাধারণ সদস্যদের সংখ্যানুপাতে ৯ (নয়) সদস্য ও পদের নাম কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বিশেষ সাধারণ সভায় উপস্থাপন করা হলে সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে উক্ত প্রস্তাব অনুমোদিত হয়। সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমানকে আসন্ন প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণের জন্য সভায় প্রস্তাব পেশ করা হলে সর্বসম্মতিক্রমে উক্ত প্রস্তাবও অনুমোদিত হয়। সভায় প্রধান অতিথি জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. আব্দুস সালাম খান এবং মো. হাবিবুর রহমান আকন্দ বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও সভায় সিবিএর কার্যকরী সভাপতি মো. দেলোয়ার হোসেন চৌধুরী, মো. রাশেদ চৌধুরী, মোস্তফা কামাল, আব্দুস সাত্তার, মো. সাইফুল ইসলাম ও মো. সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিআইসি সিবিএ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ