Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড. রাজ্জাকের ‘এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড’ লাভ

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : শিক্ষা ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান রাখার জন্য ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটি, ঢাকা-এর প্রেসিডেন্ট ড. সুলতান মুহাম্মদ রাজ্জাক ‘এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পদে ভূষিত হয়েছেন। ‘ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস’, সিএমও এশিয়া উইথ সিএমও কাউন্সিল-এর এশিয়া’স এডুকেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড, সিঙ্গাপুর তাকে এ পুরস্কারটি প্রদান করে। প্রাতিষ্ঠানিক শিক্ষার উন্নয়নে ড. রাজ্জাকের সৃজনশীল প্রতিভা, যোগ্য নেতৃত্ব এবং বিরল দৃষ্টান্ত স্থাপনের বিষয়গুলি বিবেচনায় এনে জুরি বোর্ড তাকে এ সম্মানসূচক পদকে ভূষিত করে।
গত ৫ আগস্ট সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক মেরিনা স্কয়ার হোটেলে এ পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. সুলতান মুহাম্মদ রাজ্জাক ব্যক্তিগতভাবে এ পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে পদক গ্রহণ করেন। এ অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন দেশসমূহের বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্ট ও ভিসিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড. রাজ্জাকের ‘এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড’ লাভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ