Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডনে নববর্ষের আতশবাজি বাতিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

মহামারির কারণে লন্ডনের নববর্ষের আতশবাজি প্রদর্শন বাতিল করা হয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান নিশ্চিত করেছেন যে, করনোভাইরাসের কারণে সাধারণত হাজার হাজার লোকের উপস্থিতিতে এই অনুষ্ঠান হতে পারে না। তিনি বলেন, লোকেরা সাধারণত যেভাবে অংশগ্রহণ করে তা নিয়ন্ত্রণ করার সামর্থ্য আমরা রাখি না। জনাব খান এলবিসি রেডিওকে বলেছেন: ্রআমি আপনাকে বলতে পারি যে, আগের বছরের মতো এই বছর নতুন বছরের প্রাক্কালে কোনও আতশবাজি হবে না। নববর্ষের প্রাক্কালে আমরা লোকের ভিড় জমতে পারি না। আমরা এমন কিছু করতে যাচ্ছি যাতে লোকেরা টিভিতে তাদের বসার ঘরে দেখে সান্ত¡না পেতে পারে ও নিরাপত্তা উপভোগ করতে পারে। ২০০০ সালে রাজধানীতে এক লাখেরও বেশি লোক জড়ো হয়েছিল যা বোনানজার সাথে জড়িত ছিল ১২ হাজারেরও বেশি আতশবাজি। এ সময়, জনাব খান লন্ডনের প্রদর্শনকে ‘সর্বকালের সেরা’ হিসাবে বর্ণনা করেন। সূত্র : মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ