Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সীমান্ত বন্ধ করে সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিলেন লুকাশেঙ্কোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৭:৪৮ পিএম

সীমান্ত বন্ধ করে সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন লুকাশেঙ্কোর।চলমান বিক্ষোভের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার সঙ্গে লুকাশেঙ্কোরের নির্দেশে সীমান্ত বন্ধ করেছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। -আল জাজিরা, ইউরো নিউজ

গত ২৬ বছর ধরে ক্ষমতায় থাকা একনায়ক প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে গত ৯ আগস্টের নির্বাচনে জালিয়াতির অভিযোগে এনে পদত্যাগের দাবী করছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়নও লুকাশেঙ্কোর নির্বাচনে কারচুপি ও জালিয়াতির নিন্দা জানিয়েছে। লুকাশেঙ্কো দাবী করছেন, নির্বাচনে তিনি ৮০ শতাংশ ভোট পেয়ে জিতেছেন। অন্যদিকে বিরোধীরা বলছে, ফলাফল কারচুপি করা হয়েছে। লুকাশেঙ্কো বলেছেন, আমরা রাজপথ থেকে সৈন্য সরিয়ে নেবো, সেনাবাহিনীকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, বিশেষ করে পশ্চিমা সীমান্তে, প্রাথমিকভাবে লিথুয়ানিয়া ও পোল্যান্ডে সীমান্তে এটি কার্যকর করা হবে।
তিনি আরও জানান, ইউক্রেনের সঙ্গে থাকা বেলারুশের সীমান্ত্ও শক্তিশালী করা হবে। তিনি বলেন, আমি চাই না আমার দেশ যুদ্ধে জড়াক। আমি কোনোভাবেই চাই না পোল্যান্ড ও লিথুয়ানিয়ার সামরিক হুমকির মধ্যে বেলারুশ পড়ুক, যাতে কি না আমাদের সমস্যার আদৌ সমাধান হবে না। লুকাশেঙ্কো পোল্যান্ড, লিথুয়ানিয়া ও ইউক্রেনের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের উন্মাদ রাজনীতিবিদদের থামান, যুদ্ধ হতে দেবেন না।

বৃহস্পতিবার লিথুয়ানিয়ায় রাজনৈতিক আশ্রয় নেয়া বিরোধী দলীয় নেত্রী শ্বেতলানা তিখানোভস্কায়া জানান, অধিকার কর্মীরা আইনপ্রয়োগকারী সংস্থার কর্মীদের একটি তালিকা তৈরি করেছে, যারা কি না বিক্ষোভকারীদের ওপর সহিংসতা ও নির্বাচনে জালিয়াতিতে জড়িত ছিলেন। এই তালিকা শীঘ্রই যুক্তরাষ্ট্র, ইইউ ও রাশিয়াকে দেয়া হবে। বেলারুশে এ পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিদেশী সাংবাদিকদের অনুমতিপত্র বাতিল করা হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ