Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাণীশংকৈলে প্রযুক্তি প্রদর্শনী

টেকসই ভূমি ব্যবস্থাপনায়

রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৭ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুশিল সমাজের শিক্ষক, সাংবাদিক, কৃষক ও জনপ্রতিনিধিদের নিয়ে টেকসই ভূমি ব্যবস্থাপনা প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট নামক স্থানে এ সভার আয়োজন করা হয়।
কৃষক মুকুলের মালটা এবং ড্রাগন বাগানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে টেকসই ও ভূমি অবক্ষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক কর্মকর্তা সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, ইউপি চেয়ারম্যান এনামুল হক, চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ, সাংবাদিক হুমায়ুন কবির ও মালটা বাগানের মালিক মুকুল।
এর আগে সকালে গোগর এলাকায় কৃষক নজরুল ইসলামের প্রকল্পটি প্রদর্শন করা হয়। সেখানে তিনি কেঁচো সারসহ পিয়াজ, রসুন, মূখডাল, মাসকলায়ের বীজ উৎপাদন করেন এবং মৌ-চাষও করেন চাপড় পার্বতীপুর এলাকার কৃষক আ. মালেক, নেজামুল হক, সামশুল হক ভূট্টা ক্ষেতে কৃটনাসক মুক্ত সবজি হিসেবে তরই, ঝিংগা আবাদ করেছে। এক চাষে ২ ফসল আবাদে তারা অনেক লাভবান হয়েছে। কৃষকেরা জানান, ভূট্টা ক্ষেতের পাশাপাশি বিনা খরচে ঝিংগা তরই থেকে বিঘা প্রতি ৩০ হাজার টাকা করে আয় করেছে। পূর্ব বনগাও পকোয়ান টলী নামক স্থানে কৃষক পয়গাম কৃষি অধিদফতরের মাধ্যমে ড্রাগন চাষের প্রকল্প গ্রহণ করেছে। এখান থেকে অনেক লাভবানের সম্ভাবনা রয়েছে।
উঠান বৈঠকে জেলা সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ড্রাগন ফলের গাছটি বিদেশ থেকে সংগ্রহ করে বাংলাদেশের মাটিতে রোপন করা হচ্ছে। এ ফলে অনেক প্রতিরোধ ক্ষমতা রয়েছে। যা দেহের জন্য অনেক উপকারী একমাত্র ফল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রযুক্তি-প্রদর্শনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ