Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

স্যালির তান্ডবে অন্ধকারে আলবামা-ফ্লোরিডা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৮ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে স্থবির হয়ে পড়েছে জনজীবন। অন্যদিকে ঘুর্ণিঝড় স্যালির তাÐবে বিপর্যস্ত আলবামা ও ফ্লোরিডা। এর আগে লরার তাÐবে ক্ষতিগ্রস্ত হয় অনেক অঞ্চল। হারিকেন স্যালি যুক্তরাষ্ট্রের গাল্ফ কোস্ট দিয়ে স্থলে উঠে আসার পর দুর্বল হয়ে একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও এর প্রভাবে আলাবামা-ফ্লোরিডা উপক‚লে ব্যাপক বন্যা হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার একে ‘ঐতিহাসিক ও সর্বনাশা’ বন্যা হিসেবে বর্ণনা করেছে। হারিকেন স্যালি গাছপালা উপড়ে ফেলেছে, রাস্তাগুলো ডুবিয়ে দিয়েছে এবং ঝড়ে কারণে কয়েক লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। জানা যায়, বুধবার স্থানীয় সময় ৪ টার দিকে ১৬৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে এই গ্রীষ্মকালীন মৌসুমি ঝড়। ২ মাত্রার হ্যারিকেনে দেখা দিয়েছে বন্যা। হ্যারিকেনের তাÐবে ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে উপক‚লীয় অঞ্চলের অনেকেই ঘরবন্দি হয়ে পড়েছেন। স্থানীয় স‚ত্র মতে, প্রবল বাতস এবং ভারী বর্ষণে বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ অন্ধকারে রয়েছে। শক্তিশালী হ্যারিকেন স্যালি’র আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উপক‚লীয় অঙ্গরাজ্য আলাবামা ও ফ্লোরিডা। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ