Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৮ এএম

নেত্রীকে অভিযুক্ত 

বেলারুশে এক মাসেরও বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের অন্যতম নেত্রী মারিয়া কোলেনসিকোভাকে নিরাপত্তা আইনে অভিযুক্ত করা হয়েছে। জাতীয় নিরাপত্তা লংঘনে তার বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ আনার কথা বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তদন্তকারী কমিটি বলেছে, মিডিয়া ও ইন্টারনেটের মাধ্যমে ‘বেলারুশিয়ান জাতীয় নিরাপত্তাক্ষুণ্ন করার উদ্দেশ্যে’ ব্যবস্থা নেওয়ার ডাক দেওয়ায় গত সোমবার অভিযুক্ত করা হয় ওই নারী নেত্রীকে। বিবিসি।


কারখানা বন্ধ
দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়া মটরস সিউলে তাদের দুটি কারখানা বন্ধ করে দিয়েছে। ১০ কর্মীর করোনাভাইরাস পজিটিভ হলে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি সাময়িকভাবে তাদের সদর দপ্তরের দুটি কারখানা বন্ধ ঘোষণা করে। কোম্পানির মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘স্বাস্থ্য কর্তৃপক্ষ করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করার পর আমরা উৎপাদন বন্ধ করে দিয়েছি। এখন আমরা কারখানাগুলো জীবাণুমুক্ত করছি। কারখানা কখন আবার খোলা হবে, সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’ রয়টার্স।


হুমকির মুখে
অগ্নি নির্বাপক দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের ওরেগন এবং সংলগ্ন কয়েকটি রাজ্যের ভয়াবহ দাবানলের সঙ্গে ২৪ ঘন্টা লড়াই করে চলেছেন। বুধবার কালো ধোঁয়ার উপস্থিতি কয়েক হাজার মাইল দ‚রে প‚র্বাঞ্চলীয় রাজ্য, যেমন নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসিতেও অনুভ‚ত হয়। এই দাবানলের স‚ত্রপাত ঘটেছিলো ক্যালিফর্নিয়া রাজ্যে, তবে এখন এর ভয়াবহ গ্রাসে বিধস্ত হচ্ছে ওরেগন রাজ্যটিও রাজ্যের গভর্নর, কেইট ব্রাউন বলেছেন, এই ঐতিহাসিক দাবানল আমাদেরকে সামর্থ্যরে বাইরে নিতে চলেছে, লক্ষ লক্ষ হেক্টর জমি ভস্মিভুত হয়েছে এবং বহু জনপদ নিশ্চিহ্ন হয়েছে। ভিওএ।


কঠিন প্রক্রিয়া
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার সতর্ক করেছেন যে আফগানিস্তানের ভবিষ্যত নিয়ে চলমান শান্তি আলোচনা একটি কঠিন প্রক্রিয়া হবে, তবে যুদ্ধের ব্যয় এবং আমেরিকার ঝুঁকি হ্রাস করতে সহায়তা করবে। পম্পেও ওয়াশিংটনে বক্তব্য রাখছিলেন যখন তালিবান ও আফগান সরকারের প্রতিনিধিরা কাতারের দোহায় কয়েক বছর ধরে আফগান বিরোধের অবসান ঘটাতে চতুর্থ দিনের বৈঠক চালিয়ে যাচ্ছিলেন। কাতারের রাজধানীতে শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা বা আন্তঃ-আফগান বৈঠক শুরু হয়। ভিওএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ