Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নোনাজলের কাব্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৮ এএম

তরুণ প্রতিভাবান নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নোনাজলের কাব্য’ ৬৪তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব এবং ২৫তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে। বুসান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন পাওয়া বাংলাদেশের একমাত্র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। এছাড়া রয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘’ট্রানজিট’ মনোনীত হয়েছে। আগামী ২১-৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য উৎসবে নোনাজলের কাব্য বুসান সিনেমা সেন্টার-এ প্রদর্শিত হবে। এটির চিত্রনাট্য রচনা করেছেন সুমিত নিজেই। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (বিআইএফএফ) প্রতি বছর দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত হয়। বর্তমানে এই চলচ্চিত্র উৎসব এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচিত। বুসানের আগে আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠেয় ৬৪তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্যও সিনেমাটি নির্বাচিত হয়েছে। এ বছর সারাবিশ্ব থেকে মাত্র ৫৮টি সিনেমাকে স্থান দেওয়া হয়েছে ফিচার ফিল্ম বিভাগে। এই চলচ্চিত্র উৎসব বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র উৎসবগুলোর একটি। করোনা পরিস্থিতির কারণে হাইব্রিড ফরম্যাটে হবে এবারের আসর যাতে অংশ নিচ্ছেন কেট উইন্সলেট, সোয়ার্শা রোনানের মতন তারকারা। রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, এটি আমার প্রথম সিনেমা। পটুয়াখালীর প্রত্যন্ত এক চরে ১৫-২০ ঘর জেলের বসবাস। সেই জেলেপাড়ায় হঠাৎ এক ভাস্করের আগমন ঘটে এবং তাকে ঘিরে গ্রামবাসীর জল্পনা কল্পনা, ভালো লাগা এবং পরিশেষে সংঘাত, এ নিয়েই ‘নোনাজলের কাব্য’র গল্প। এর নির্মাণ কাজটি বেশ কঠিন ছিল, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও নানা বাধায় পড়তে হয়েছে। করোনা মহামারী ও লকডাউন তার মাঝে অন্যতম। ২০২০-এর এই বৈরী পরিবেশে দু দুটো বিশ্বমানের চলচ্চিত্র উৎসবে স্থান করে নিতে পারাতে আমার পুরো টিম খুবই আনন্দিত। আন্তর্জাতিক মিডিয়া ও ফিল্ম সংশ্লিষ্ট বিশ্বের সেরা মানুষগুলোর নজর থাকে এই উৎসবগুলোতে। সব মিলিয়ে আমি মনে করি এটি আমার মতো একজন তরুণ নির্মাতার জন্য একটি বড় পাওয়া। আশা করছি, ২০২১ সালের শুরুর দিকে বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখতে পাবে। তবে তার আগে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে হবে। বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনার নোনাজলের কাব্য’র দৈর্ঘ্য ১০৬ মিনিট। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তিতাস জিয়া, তাসনুভা তামান্না, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী, আমিনুর রহমান মুকুলসহ অনেকে। ছবিটির মিউজিক কম্পােজার অর্ণব। সিনেমাটোগ্রাফি করেছেন লস অ্যাঞ্জেলসে বসবাসরত থাই শিল্পী চানানুন চতরুংগ্রোজ। ফরাসি প্রযোজক হচ্ছেন ইলান জিরার্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোনাজলের-কাব্য
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ