প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিগত প্রায় চার বছরে সঙ্গীতশিল্পী দিঠি ও ইউসুফ বিভিন্ন টেলিভিশন এবং অনুষ্ঠানে একইমঞ্চে গান গাইলেও তারা একসঙ্গে কোন মৌলিক গান গাননি। এবারই প্রথম তারা দু’জন একসঙ্গে একটি মৌলিক গান গেয়েছেন। গানের শিরোনাম ‘একটা কথা হয়নি বলা’। গানটি লিখেছেন এবং সুর করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। গানটির সঙ্গীতায়োজন করেছেন ইউসুফ আহমেদ খান এবং মিক্সড মাস্টার করেছেন শরীফ সুমন। সম্প্রতি গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম। মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো মডেল হয়েছেন উপস্থাপিকা শান্তা জাহান। ‘একটা কথা হয়নি বলা’ গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘নি:সন্দেহে ইউসুফ এই প্রজন্মের শিল্পীদের মধ্যে অন্যতম একজন শিল্পী, যার সুরেলা গায়কী এবং কন্ঠ শুধু আমাকেই নয়, সবাইকেই মুগ্ধ করে। এটাও সত্যি ইউসুফ তার গায়কী দিয়ে আলাদা শ্রোতা দর্শক তৈরী করে করেছে। তার সঙ্গে চ্যানেলে কিংবা স্টেজ শো’তে গান গাইতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের প্রথম গান একটা কথা হয়নি বলা’র কথা ভীষণ চমৎকার, সুরও অসাধারণ। ইউসুফ যেমন মন দিয়ে সঙ্গীতায়োজন করেছে, গেয়েছেও দারুণ।’ ইউসুফ বলেন, ‘দিঠি আপাই মূলত আমাকে আমার মৌলিক গানগুলো বেশি বেশি গাইবার অনুপ্রেরণাদাতা, তাই সবসময়ই আমি তার কাছে কৃতজ্ঞ। এই গানের ভুবনে চলার পথে আমার বাবা-মায়ের পর তার কাছ থেকেই আমি সবচেয়ে বেশি অনুপ্রেরণা পাই। সেই প্রিয় মানুষটির সঙ্গে আমার প্রথম মৌলিক গান, এটা আমার জন্য যেমন আশীবার্দ, তেমনি স্মরণীয়ও।’ শান্তা জাহান বলেন,‘ এর আগেও ভালো ভালো গানে মডেল হবার প্রস্তাব পেয়েছিলাম। দিঠি জানান গানটি ইউটিউব চ্যানেলে ‘ওয়াই বিটস’এ প্রকাশ পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।