Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরাজদিখানে রাস্তার বেহাল দশা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

মুন্সিগঞ্জের সিরাজদিখানের বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ-সতুরচর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার ইটের রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। সংস্কারের অভাবে অসংখ্য খানা খন্দের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। প্রায় ঘটছে দুর্ঘটনা। ফলে স্কুল, কলেজ, ব্যাংক, বীমা, পোস্ট আফিস, ইউনিয়ন পরিষদ, থানা, বিভিন্ন এনজিও অফিসসহ গুরত্বপূর্ণ অফিসে যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জনসাধারণের। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি পানিতে ডুবে যায়। এতে ব্যবসায়ী এবং স্থানীয় শিক্ষার্থীরা পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইমামগঞ্জ বাজার থেকে সতুরচর গ্রাম পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এ রাস্তায় ইটের সলিং ওঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন মেরামত না করায় এখন রাস্তার অনেক স্থান থেকে ইট চুরি হয়ে গেছে। আবার কোথাও হয়েছে বড় বড় গর্ত। এতে দুর্ভোগ পোহাচ্ছে ৬টি গ্রামের ৭ হাজার মানুষ।
রসুলপুর সতুচর ইসলামিয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শহিদুল্লাহ জানান, জমে থাকা পানির মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। কখনও কখনও জমে থাকা পানির নিচে খানা খন্দে পড়ে গিয়ে জামা-কাপড় ভিজিয়ে শিক্ষার্থীকে বাড়িতে ফিরে যেতে হয়।
সিরাজদিখান উপজেলা প্রকৌশলী শোয়েব বিন আজাদ বলেন, রাস্তাটির সম্পর্কে বাসাইল ইউপি চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে আশা করছি খুব শিগগিরই জনসাধারণের দুর্ভোগ লাগবে এ রাস্তার ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাস্তার-বেহাল-দশা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ