Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোটু-পাতলু নিয়ে এবার নাটক

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কার্টুন সিরিজ মোটু-পাতলুর আদলে এবার নির্মিত হয়েছে নাটক মোটু-পাতলু। সমাজের নানা অসঙ্গতি, সমস্যা মোটু-পাতলুর চোখেই ধরা পড়ে। সহজ, সরল, মোটু এবং সূ² বুদ্ধিসম্পন্ন পাতলুর মজার মজার ঘটনা নিয়েই মোটু-পাতলু নাটকের কাহিনী। গল্পে তাদের সঙ্গী হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা। উপস্থাপিকাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে নতুন সমস্যার মুখে পড়ে মোটু ও পাতলু। এরপর তারা কিভাবে সমস্যা উত্তরণ করে সামনে এগিয়ে যায়, তা নিয়েই নাটক মোটু পাতলু। রুম্মান রশীদ খানের লেখা এ নাটকটি পরিচালনা করেছেন মইনুল ওয়াজেদ রাজীব। মিডিয়াসফট প্রডাকশন প্রযোজিত এ নাটকে মোটু’র ভূমিকায় অভিনয় করেছেন আনন্দ খালেদ। আর পাতলু চরিত্রে আছেন চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় অভিনেতা চিকন আলী। মোটু পাতলু চিকন আলীর প্রথম অভিনীত নাটক। আরো আছেন ফেয়ার এন্ড হ্যন্ডসাম দ্য আল্টিম্যন ম্যন বিজয়ী আজাদ, কাজী উজ্জল এবং জনপ্রিয় উপস্থাপিকার চরিত্রে রুমানা মালিক মুনমুন। দীর্ঘদিন পর নাটকে অভিনয় প্রসঙ্গে মুনমুন বলেন, কমেডি নাটকে সাধারণত অভিনয় করার সুযোগ মেলে না। এ নাটকে আমার অভিনীত চরিত্রে অভিনয় করার যথেষ্ট সুযোগ ছিল। আশা করছি মোটু পাতলু অন্যান্য নাটক থেকে অনেকটাই আলাদা হবে, দর্শকরা বিনোদিত হবেন। নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে মোটু পাতলু।



 

Show all comments
  • এম ডি আতিক খান ৩০ নভেম্বর, ২০১৭, ১০:০৫ পিএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোটু-পাতলু নিয়ে এবার নাটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ