প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : প্রথম একসঙ্গে প্লেব্যাক করলেন শ্রোতাপ্রিয় দুই সঙ্গীত শিল্পী বেলাল খান ও নদী। হাসান ফুয়াদের নির্মাণাধীন ‘কাঁটা’ সিনেমায় জিয়াউদ্দিন আলমের লেখা এবং রাব্বির সুর ও সঙ্গীতে গানটি গেয়েছেন তারা। বেলাল খান বলেন, যেকোন শিল্পীর চাওয়া থাকে বড় মাধ্যমে কাজ করার। চলচ্চিত্র একটি বড় মাধ্যম। অনেক দিন পর একটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছি। বেশ ভালো লাগছে। গানের কথা ও সুর খুবই সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে। আশা করছি, গানটি ভাল লাগবে শ্রোতাদের। আর নদীর সাথে প্রথম প্লেব্যাক করা আমার। নদী অনেক ভাল গেয়েছে। এর আগে আমরা অডিওতে গান করেছি। আশা করছি, এই গানটি সবার ভালো লাগবে ও হিট হবে। নদী বলেন, বেলাল ভাইয়ের সাথে প্রথম প্লেব্যাক করলাম। একটি রোমান্টিক গান। গানের কথা সুর চমৎকার। আশা করছি শ্রোতাদের ভাল লাল লাগবে। উল্লেখ্য, এতে অভিনয় করবেন সাইল পারভেজ, সুস্মি আহসান, ঐষী, ওমর সানী, সাদেক বাচ্চু, রেবেকা, আব্দুল্লাহ সাকী প্রমুখ। সিনেমাটির অডিও ও ভিডিও প্রকাশিত হবে আগামী ঈদে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। এতে গান থাকবে ছয়টি। গানে কণ্ঠ দিয়েছেন শাহীদ, এফ এ সুমন, বেলাল খান, আহম্মেদ হুমায়ন, প্রত্যয় খান, লিজা নদী, লাবণ্য, ঐষী। সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, প্রত্যয় খান, রেজয়ান শেখ ও রাব্বি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।