Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

‘মেসিকে অন্য জার্সিতে কল্পনা করতে পারি না’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

অতীতে খেলেছেন লিওনেল মেসির বিপক্ষে। এবার দুজনে ক্লাব সতীর্থ। নতুন পথচলার শুরুতে মিরালেম পিয়ানিচ জানালেন বার্সেলোনা অধিনায়কের সঙ্গে মানিয়ে নেওয়ার আশাবাদ। সা¤প্রতিক সময়ে ঘটে যাওয়া ‘মেসি-বার্সেলোনা’ সম্পর্কের টানাপোড়েনের বিষয়ে পিয়ানিচ শুধু বললেন, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে অন্য কোনো জার্সিতে দেখার কথা কল্পনাও করতে পারেন না তিনি।
সাড়ে ছয় কোটি ইউরোয় জুভেন্টাস থেকে বার্সেলোনায় পিয়ানিচ পাড়ি জমান কদিন আগে। গতপরশু আনুষ্ঠানিকভাবে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে পরিচয় করিয়ে দেয় ক্লাব। পরিচিতি পর্বে নিজের চাওয়া, বার্সেলোনার কৌশলের সঙ্গে মানিয়ে নেওয়া, আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবনা থেকে শুরু করে টানাপোড়েনের পর মেসির থেকে যাওয়া নিয়েও কথা বলেন পিয়ানিচ, ‘মেসিকে অন্য জার্সিতে আমি কল্পনা করতে পারি না। ভেবেছিলাম, সবকিছু ভালোভাবে শেষ হবে; তা হয়েছেও। আশা করি, তার সঙ্গে খেলতে পারব এবং এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’
ক্লাব ক্যারিয়ারে ফ্রান্সেসকো টট্টি, ক্রিস্টিয়ানো রোনালদো, জানলুইজি বুফ্ফনের মতো তারকার সঙ্গে খেলেছেন। এবার ‘অন্য গ্রহের’ মেসির সঙ্গে খেলার অপেক্ষায় থাকা পিয়ানিচ গুরুত্ব দিচ্ছেন দলীয় চাওয়াকেই, ‘মাত্র দু’দিন হলো মেসিকে আমি কাছ থেকে দেখছি, জানছি। টট্টি, বুফন, ক্রিস্টিয়ানোর সঙ্গে খেলার সৌভাগ্য আমার হয়েছে। তাদেরকে এক দলে পাওয়া আমার জন্য গর্বের। আমি সবসময় আরও ভালো করতে মনোযোগী এবং অন্য গ্রহের একজনের সঙ্গে খেলতে পারাটা আনন্দের। কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, পুরো দলটা গুরুত্বপ‚র্ণ। লক্ষ্য অর্জনে এই দলের সামর্থ্যে আমার আস্থা আছে।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ