Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় সেনা নিহত, মেজরসহ আহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভারতের বিভিন্ন সীমান্তে পাকিস্তান ও চীনের সৈন্যদের সঙ্গে নিয়মিত সংঘর্ষে জড়িয়ে পড়ছে ভারতীয় সেনারা। আর এতে বেশিরভাগ ক্ষেত্রে তারা পরাজিত হন। এবার ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন এক মেজরসহ আরও দুজন। মঙ্গলবার রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় এই ঘটনা ঘটে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া। ভারতীয় সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে প্রথমে অফিসারসহ তিন সেনা জওয়ানের আহত হওয়ার কথা জানানো হয়। পরে রাতের দিকে আহত এক জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভারতীয় সেনা স‚ত্রের দাবি, এদিন রাজৌরির সুন্দরবনি সেক্টরে গোলাগুলি শুরু করে পাকিস্তান। ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি করার পাশাপাশি মর্টারশেলও ছোড়া হয়। এতে এক অফিসারসহ তিনজন আহত হন। পরে এক জওয়ানের মৃত্যু হয়। বাকি দুজন এখনো সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানি গোলায় জম্মু-কাশ্মীরে আট ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। এছাড়া জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে আহত হয়েছেন বিএসএফের আরও পাঁচ জওয়ান। টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ