মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২৪ অভিবাসী নিহত
জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এবং শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এক যৌথ বিবৃতিতে বুধবার জানিয়েছে, ভ‚মধ্যসাগরে নৌকাডুবিতে পাঁচ শিশুসহ ২৪ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আইওএম এর মুখপাত্র সাফা সেহলি জানান, লিবিয়া থেকে অবৈধভাবে ভ‚মধ্যসাগর পাড়ি দেয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের রাবারের তিনটি নৌকার একটু ডুবে যায়। এ সময় লিবিয়ার কোস্ট গার্ড ৪৫ জনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে আইওএম এর ওই মুখপাত্র। আফ্রিকা ও লিবিয়া থেকে অভিবাসীদের বেশিরভাগেরই পছন্দের রুট হলো ভ‚মধ্যসাগর। আল-জাজিরা।
নেপালে ভ‚মিকম্প
নেপালে বুধবার ভোরে ভ‚মিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভ‚তাত্তি¡ক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভোর ৫টা ১৯ মিনিটের দিকে রাজধানী কাঠমাÐুতে কম্পনটি আঘাত হানে। কাঠমান্ডুসহ সংলগ্ন অন্যান্য এলাকাতেও কম্পনটি অনুভ‚ত হয়। নেপালের সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভ‚পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এটির উপকেন্দ্র ছিল কাঠমান্ডুর নিকটস্থ সিন্ধুপালচক জেলার রামছি এলাকা। এলাকাটি কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার প‚র্বে চীনের তিব্বত সীমান্তের কাছে। এনডিটিভি।
ভিসা চালু থাইল্যান্ডে
পর্যটকদের জন্য আবারো খুলে গেছে থাইল্যান্ডে দীর্ঘ সময় অবস্থানের সুযোগ। দেশটির মন্ত্রীসভা পর্যটকদের জন্য ২৭০ দিনের ভিসার অনুমোদন দিয়েছে। করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল থাইল্যান্ডের পর্যটন। তবে এবার থাই সরকার আবারো খুলে দিতে চাইছে এই খাত। খবরে জানানো হয়, থাইল্যান্ডের অর্থনীতিতে পর্যটনের ভ‚মিকা ব্যাপক। দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছিল দেশের অর্থনীতি। এবার অর্থনীতি পুনরুদ্ধারে তাই বিদেশি পর্যটকদের থাইল্যান্ডে প্রবেশের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। রয়টার্স।
পম্পেওর দাবি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে তার সরকারের ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। তিনি আটলান্টিক কাউন্সিলে দেয়া বক্তব্যে ইরানকে ‘নাশকতাম‚লক’ তৎপরতায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত করেন। পম্পেও দাবি করেন, পশ্চিম এশিয়ায় (মধ্যপ্রাচ্যে) অস্থিতিশীলতা সৃষ্টির ম‚ল হোতা ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো দাবি করেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নয় বরং ইরানের হুমকি প্রধানত দায়ী। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।